এক পথিক এক গ্রামের পথ দিয়ে যাচ্ছিল। পথের ধারেই ছিল একটা কাঁঠাল গাছ। পথ চলতে চলতে পথিকটি সেই কাঁঠাল গাছের নিকটে এসে উপনিত হল।
গাছে কাঁঠাল দেখে পথিকের মনে কাঁঠালে টোকা দিতে ইচ্ছা জাগল। টোকা দিতে গিয়ে পথিক দেখল গাছের একটা কাঁঠাল পাকা। পাকা কাঁঠালের গন্ধে পথিকের নাক ফুলে উঠল।
এবার পথিকের মনে কাঁঠাল খাওয়ার বাসনা জাগল। পথিক ভাবল‚ এমন হাতের কাছে পাকা কাঁঠাল হাত ছাড়া করা যায় না। কাঁঠাল না খেয়ে চলে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। যেই ভাবা সেই কাজ; পথিক এদিক ওদিক তাকিয়ে দেখল‚ আশেপাশে কেউ নাই। পথিক আর মূহুর্ত দেরি না করে গাছের কাঁঠাল গাছে রেখেই খেতে শুরু করল...
(কাঁঠালের মালিক যদি এসে দেখে তাহলে হয়তো পথিককে তার বাড়িতে নিয়ে কাঁঠাল সমাদর করত)