মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

শিক্ষক বলে অনেক কিছু বলতে পারি না শিক্ষক বলে হেথায় হোথায় চলতে পারি না। শিক্ষক বলে অন্যায় কিছু মানতে পারি না কারোর হাতের লোভনীয় কিছু টানতে পারি না। শিক্ষক বলে সত্যকে কখনও ঢাকতে পারি না শত হাজার বিপদ দেখেও বাঁকতে পারি না।

শিক্ষক বলে অনেক কিছু
বলতে পারি না
শিক্ষক বলে হেথায় হোথায়
চলতে পারি না।
শিক্ষক বলে অন্যায় কিছু
মানতে পারি না
কারোর হাতের লোভনীয় কিছু
টানতে পারি না।
শিক্ষক বলে সত্যকে কখনও
ঢাকতে পারি না
শত হাজার বিপদ দেখেও
বাঁকতে পারি না।

আজ দিনটা কবিতা লেখার নয়; নাজাত আমার মিলবে কি না জাগায় মনে ভয়। নেক আমলের চলছে মধু মাস আয়রে আমার বন্ধু সকল করতে আমল চাষ!

আজ দিনটা কবিতা লেখার নয়;
নাজাত আমার মিলবে কি না
জাগায় মনে ভয়।
নেক আমলের চলছে মধু মাস
আয়রে আমার বন্ধু সকল
করতে আমল চাষ!